1. asifafy@gmail.com : admin :
  2. padmahighschool@gmail.com : Padma School : Padma School

পদ্মা উচ্চ বিদ্যালয়

পদ্মা বড়ালের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লিলাভুমি চারঘাট। উত্তরে বড়াল নদী যা যমুনার সাথে মিলিত হয়েছে। পদ্মা পাশ ঘেঁষে সরদহ পুলিশ ট্রেনিং কলেজ অবস্থিত। দক্ষিনে আল্হাজ্ব এম.এ.হাদী কলেজ ও ঘন বসতিপূর্ণ এলাকা । পূর্বে চারঘাট উপজেলা পরিষদ ও চারঘাট বাজার অবস্থিত যা খয়েরের জন্য বিখ্যাত। পশ্চিমে চারঘাট মডেল থানা ও ডাকঘর, স্বর্ণপসবীনি পদ্মা নদী এরই মধ্যস্থলে অত্র এলাকার বিদ্যানুরাগী কৃতি সন্তানদের আন্তরিক প্রচেষ্টায় ১৯৯৩ সালে পদ্মা নদীর নামানুসারে বিদ্যালয়টির নামকরন করা হয় “পদ্মা উচ্চ বিদ্যালয়”।

প্রতিষ্ঠানকাল: ২৫/১২/১৯৯৩

ইতিহাস: চারঘাটের কিছু বিদ্যানুরাগী কৃতি সন্তানদের আন্তরিক প্রচেষ্টায় ০১/০১/১৯৮৭ তারিখে “শিল্পাচার্য্য জয়নুল আবেদীন কে.জি. স্কুল” প্রতিষ্ঠা হয়। পরবর্তী সময় ১৯৯১ সালে একই নামে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় চালু করা হয়। কিন্তু বিদ্যালয়ের রেজিষ্ট্রেশনের জটিলতার কারনে ১৯৯৫ সালের ৩১ মার্চ নোটারী পাবলিক রাজশাহীর মাধ্যমে এফিডেভিক করিয়া অত্র বিদ্যালয়ের তৎকালিন ম্যানেজিং কমিটির রেজুলেশন বলে বিদ্যালয়ের নাম পরিবর্তন করে “পদ্মা উচ্চ বিদ্যালয়” নাম করন করা হয় এবং ১লা জানুয়ারী ১৯৯৬ হতে নিম্ন মাধ্যমিক , ও ১লা জানুয়ারী ১৯৯৭ সালে নবম ও ১ জানুয়ারী ১৯৯৮ সালে দশম শ্রেণি বিজ্ঞান বিভাগসহ অনুমোদন লাভ করে অত্র এলাকার জন সাধারনের আন্তরিক সহযোগীতার জন্য এলাকাবাসীকে বিদ্যালয়ের পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়েছিল।

© All rights reserved © 2022 padmahighschool.edu.bd
Design & Developed BY ThemesBazar.Com